Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ চৈত্র ১৪২৬, বুধবার ০১ এপ্রিল ২০২০, ১০:২৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

২০১৯ সালে নিহত হয়েছেন ৫৬ সাংবাদিক : জাতিসংঘ


২১ জানুয়ারি ২০২০ মঙ্গলবার, ০৮:৫৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


২০১৯ সালে নিহত হয়েছেন ৫৬ সাংবাদিক : জাতিসংঘ

ঢাকা : ২০১৯ সালে ৫৬ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সংঘাতপূর্ণ অঞ্চলে মারা গেছেন বলে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন। সোমবার এই তথ্য দেয়া হয়।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) পরিসংখ্যান উদ্ধৃত করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ২০১৮ সালের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেকে নেমেছে, তবে অপরাধীদের অনেককেই আইনের আওতায় আনা যাচ্ছে না বলে তিনি জানান।

২০১৮ সালে ৯৯ সাংবাদিক নিহত হয়েছিল। ইউনেস্কোর তথ্যমতে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৮৯৪ সাংবাদিক নিহত হয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।