Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ বৈশাখ ১৪২৮, শুক্রবার ০৭ মে ২০২১, ৭:০০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক


২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার, ০৭:৪২  পিএম

বহুমাত্রিক ডেস্ক


সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসা সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারে নির্দেশনা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, মহামারী কোভিড-১৯ এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও আগত সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট সবাই বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করবেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোভিড-১৯ নমুনা সংগ্রহে স্থাপিত বুথে আগত সেবাগ্রহীতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ক্যান্টিন-১ ও ২ এবং দোকান/বেকারিতে কর্মরতদের আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।