Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ মাঘ ১৪২৬, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনের বিরুদ্ধে ব্যবস্থা’


১১ নভেম্বর ২০১৯ সোমবার, ০৬:৪৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তুরিনের বিরুদ্ধে ব্যবস্থা’

ঢাকা : পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রসিকিউটর তুরিন আফরোজকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।সোমবার সচিবালয়ে আইনমন্ত্রী নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারনণ করেছে মন্ত্রণালয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগেই এ ব্যবস্থা।আর ট্রাইব্যুনালের প্রসিকিউট বলছে, ব্যক্তি তুরিনের দায় পড়বে না প্রসিকিউশনে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পাসপোর্ট অধিদফতরের পরিচালক যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে গোপনে বৈঠকের অভিযোগে প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে তদন্ত চলছিল প্রায় দেড় বছর ধরে।

তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আইন -এর সর্বশেষ