Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ অগ্রাহায়ণ ১৪২৯, সোমবার ০৫ ডিসেম্বর ২০২২, ৩:১৩ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

লাইফ সাপোর্টে স্থপতি মোবাশ্বের হোসেন


২০ নভেম্বর ২০২২ রবিবার, ১১:৩৩  পিএম

বহুমাত্রিক ডেস্ক


লাইফ সাপোর্টে স্থপতি মোবাশ্বের হোসেন

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি, পরিবেশকর্মী স্থপতি মোবাশ্বের হোসেন লাইফ সাপোর্টে রয়েছেন।

শনিবার স্থপতি ইকবাল হাবিব সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, স্থপতি মোবাশ্বের হোসেনের মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর রাজধানীর বেসরকারি স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষমেশ তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।

প্রথমে আইসিইউ এবং পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থপতি ইকবাল হাবিব।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।