
ছবি : বহুমাত্রিক.কম
যশোর : সরকারি ও বেসরকারি কৃষিযন্ত্র প্রস্তুতকারীদের নিয়ে যশোরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালায় বৃহত্তর যশোরের বিভিন্ন জেলার কৃষি কর্মকর্তা, কৃষিযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও দেশী-বিদেশী বিভিন্ন কৃষি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় কৃষি যান্ত্রিকরণকে জনপ্রিয় করার পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে সহজে কৃষিযন্ত্র পৌছে দেয়াসহ সরকারি, বেসরকারি কৃষিযন্ত্র প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বিআরআই গাজীপুরের পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মৃতুঞ্জয় বিশ্বাস, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাজ্জাত হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক (প্রশিক্ষণ) বিরেন্দ্র নাথ মজুমদার, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার আলীসহ আরও অনেকে।
কর্মশালায় মাঠ পর্যায়ের বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রের চিহ্নিতকরণ, নতুন কৃষি যন্ত্রের চাহিদা নিরুপন, সরকারি, বেসরকারি কৃষিযন্ত্র প্রস্ততকারীদের মধ্যে সংযোগ তৈরীর ওপর গুরুত্বারোপ করা হয়।
বহুমাত্রিক.কম