Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

মোজাম্মেল হকের সান্নিধ্যে ঊনিশ মার্চের সাহসী যোদ্ধারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ১ অক্টোবর ২০১৯

আপডেট: ০১:০৯, ১ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

মোজাম্মেল হকের সান্নিধ্যে ঊনিশ মার্চের সাহসী যোদ্ধারা

ছবি : বহুমাত্রিক.কম

একাত্তরের ঊনিশ মার্চের সাহসী যোদ্ধা সমম্বয় পরিষদের (গাজীপুর) এক‌টি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম, মোজাম্মেল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

সোমবার সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তাঁর দপ্তরে সংগঠনের একটি স্মারক তুলে দেন। উল্লেখ্য, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সূচনাপর্বে জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে পাকিস্তানি সামরিক পদক্ষেপকে রুখে দেয় স্থানীয় বীর বাঙ্গালী। এর নেতৃত্ব দেন বর্তমান আ ক ম মোজাম্মেল হকসহ অন্যরা। 

এই সাক্ষাতে একাত্তরের সেই গৌরবোজ্জ্বল দিনে ফিরে যান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিরোধে সংগ্রামের জীবিত যোদ্ধারা। তারা পুরনো স্মৃতি রোমমন্থনের সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করেন। 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables