Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বাবা বেঁচে আছেন: মাহফুজউল্লাহর মেয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২১ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

বাবা বেঁচে আছেন: মাহফুজউল্লাহর মেয়ে

ঢাকা: থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মাহফুজউল্লাহর মৃত্যুর খবর ছড়ালেও তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নুসরাত হুমায়রা। রোববার সন্ধ্যায় গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘বাবা বেঁচে আছেন। বাবার পাশেই আমি বসে আছি।’

এর আগে বিকালে মাহফুজউল্লাহ মারা গেছেন বলে খবর ছড়িয়েছিল। তখন বিএনপি নেতা ও ড্যাবের সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বিকাল ৩টা ১০ মিনিটে মাহফুজউল্লাহর লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এরপর মাহফুজউল্লাহর মৃত্যুতে শোক জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে বিবৃতিও আসে দলটির পক্ষ থেকে।

তবে সন্ধ্যায় ড্যাব মহাস‌চিব ও খা‌লেদা জিয়ার উপ‌দেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন কালের কণ্ঠকে জানান, সাংবা‌দিক মাহফুজ উল্লাহ এখ‌নো বেঁচে আছেন। কিছুক্ষণ আগে সেখা‌নে অবস্থানরত মাহফুজ উল্লাহর মে‌য়ে ডা. মেঘলা তা‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

বহুমাত্রিক.কম