Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, বুধবার ১৬ জুলাই ২০২৫

ফেরি ও লঞ্চঘাটে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ফি মওকুফ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

ফেরি ও লঞ্চঘাটে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ফি মওকুফ

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ফেরিঘাটে প্রবেশে টার্মিনাল চার্জ ও লঞ্চঘাটের প্রবেশ ফি মওকুফ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। ১৭ মার্চ থেকে তা কার্যকর হবে। নৌপরিবহন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।

নৌমন্ত্রণালয় জানিয়েছে, ‘মুজিববর্ষ’ উপলক্ষে সব বীর মুক্তিযোদ্ধার নৌপথে চলাচল সহজতর করার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন অধিদফতরের নিয়ন্ত্রণাধীন সব ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ এবং সব ধরনের লঞ্চঘাটের প্রবেশ ফি পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মওকুফ করা হয়েছে। এক্ষেত্রে তাদের যথাযথ পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এদিকে বিআইডব্লিউটিএ সূত্র জানায়, দু-একদিনের মধ্যে বিআইডব্লিউটিএ থেকেও একই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হবে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, নতুন এ আদেশ অনুযায়ী, কোনো মুক্তিযোদ্ধা ঢাকা নদীবন্দর (সদরঘাট) দিয়ে যাওয়ার সময়ে তাকে প্রবেশ ফি’র ১০ টাকা পরিশোধ করতে হবে না।

একইভাবে অন্যান্য লঞ্চঘাটের ফিও দিতে হবে না। অপরদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী, পাটুরিয়া-দৌলতদিয়াসহ অন্য ফেরঘাটগুলোয় মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত গাড়ির টার্মিনাল চার্জ দিতে হবে না। টার্মিনালে তাদের অগ্রাধিকার দেয়া হবে। তবে বিআইডব্লিউটিসির ফেরি ভাড়া দিতে হবে।