Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

প্রাথমিক শিক্ষকদের বদলীর নীতিমালা এপ্রিলেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ৭ মার্চ ২০২০

আপডেট: ১২:১২, ৭ মার্চ ২০২০

প্রিন্ট:

প্রাথমিক শিক্ষকদের বদলীর নীতিমালা এপ্রিলেই

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুকাঙ্খিত বদলীর নীতিমালা আগামী মাস থেকেই অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন। এপ্রিল থেকে শিক্ষকদের বদলী অনলাইনের মাধ্যমে হবে এবং বছরব্যাপী চলবে বলে জানিয়েছেন তিনি।

গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন বলেন, ‘বিদ্যালয়ের অবকাঠামো সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করা হয়েছে। সে অনুযায়ী বিদ্যালয়ে নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হবে, প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হবে এবং শিক্ষক নিয়োগ দেয়া হবে যাতে বিদ্যালয়গুলোকে একশিফটে রুপান্তরিত করা যায়।’

সচিব আরও বলেন, ‘সকল বিদ্যালয়ে শতভাগ ছাত্র/ ছাত্রীরা যাতে বাংলা ও ইংরেজি বিষয়ে শুদ্ধভাবে পড়তে ও লেখতে পারে এজন্য শতভাগ শির্ক্ষাথীদেরকে প্রতিদিন একপৃষ্ঠা লেখা ও পড়ার কাজ দিতে হবে এবং তা যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে সাবলীলভাবে পড়তে পারে, যারা মিডিয়াম পড়তে পারে এবং যারা একদম পড়তে পারে না এমন শিক্ষার্থীদের তালিকা করতে হবে।’

এসময় তিনি বিদ্যালয়ের প্রতিটি শিশুকে নিজের সন্তানের মত মনে করে তাদেরকে শেখানোর জন্য শিক্ষকদের বিশেষ অনুরোধ জানান।