Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ

ঢাকা : অর্থপাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।

গত ২৪ সেপ্টেম্বর শুনানি শেষে জামিন আবেদন বিষয়ে আজ রোববার আদেশের দিন ধার্য ছিল। আদালতে রফিকুল আমিনের পক্ষে শুনানি করেন এডভোকেট সাঈদ আহমদ রাজা। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ২০ আগস্ট অর্থপাচারের দুই মামলায় ডেসটিনির রফিকুল আমীনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়।

হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রফিকুল আমিন। অর্থপাচারের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দু’টি মামলা দায়ের হয়। রফিকুল আমীনসহ আসামিদের দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables