Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

চলে গেলেন সাংবাদিক শহিদুজ্জামান খান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ৩১ মে ২০২১

প্রিন্ট:

চলে গেলেন সাংবাদিক শহিদুজ্জামান খান

চলে গেলেন ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান (৭১)। রোববার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে চিকিৎসকরা ঘোষণা করেন। অনেক দিন ধরেই বিএসএইচে চিকিৎসাধীন ছিলেন

শহিদুজ্জামান খানের ভাগ্নি উম্মে তাহিরা মুক্তি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।শহিদুজ্জামান খানে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। স্ত্রী লেখিকা শাহিদা খানম কয়েক বছর আগেই গত হয়েছেন। কর্মময় জীবনে ১৯৭০ সাল থেকে শহিদুজ্জামান খান ডেইলি অবজারভার, ডেইলি স্টার, টেলিগ্রাফসহ বিভিন্ন মিডিয়ায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে নির্বাহী সম্পাদকের পাশাপাশি চিফ নিউজ এডিটরের দায়িত্ব পালন করেন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables