Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার কারণ জানাল বুয়েট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার কারণ জানাল বুয়েট

পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ না করার কারণ জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। রোববার বুয়েটের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়।

বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় চার যুগেরও বেশি সময় ধরে চলমান বুয়েটের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সার্বিক বিবেচনায় অত্যন্ত সার্থকতার সঙ্গে দেশ ও জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দীর্ঘকালের পরীক্ষিত এ ব্যবস্থায় যেকোনো পরিবর্তনে বুয়েটে ভর্তিচ্ছু মেধাবী ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না বলে সব সদস্য মত দিয়েছেন। দেশ ও জাতির স্বার্থকে সার্বিক গুরুত্ব দিয়ে বিদ্যমান পদ্ধতিতেই বুয়েটে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables