Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

করোনা মোকাবেলায় সোয়া ৬ কোটি মানুষের হাতে সরকারের ত্রাণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ১ জুন ২০২০

প্রিন্ট:

করোনা মোকাবেলায় সোয়া ৬ কোটি মানুষের হাতে সরকারের ত্রাণ

ঢাকা : করোনাভাইরাসের দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় দেড় কোটি পরিবারের সোয়া ৬ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

সোমবার এক তথ্যবিবরণীতে জানানো হয়, ৬৪ জেলার প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩১ মে পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৯১ হাজার ৮১৭ টন। ১ কোটি ৪০ লাখ ৪৬ হাজার পরিবারের ৬ কোটি ২৫ লাখ লোকের কাছে ইতোমধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সরকার।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১১০ কোটিরও বেশি টাকা। বিতরণ করা হয়েছে ৭৩ কোটি ২৪ লাখ ১৭ হাজার টাকা। এতে উপকারভোগীর পরিবার সংখ্যা ৮৩ লাখ ৫৫ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ২৩ কোটি ৯৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৮ কোটি ৯৩ লাখ টাকা।

এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার এবং লোক সংখ্যা ১২ লাখ ৬৭ হাজার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables