Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

করোনার উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৬ মে ২০২০

প্রিন্ট:

করোনার উপসর্গ নিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু

ছবি- সংগৃহীত

ঢাকা : সময়ের আলো পত্রিকার আরও একজন সিনিয়র সাংবাদিক মাহমুদুল হাকিম অপু করোনা উপসর্গ নিয়ে বুধবার ভোরে বনশ্রীর ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ৫০ বছর। তিনি পত্রিকাটির শিফট ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করছিলেন।

এর আগে গত ২৮ এপ্রিল রাতে এই সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনা ভাইরাসে আত্রান্ত হয়ে মারা যান।

মাহমুদুল হাকিম অপুর পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ধরে জ্বর ও কাঁশির উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। ২/৩ দিন আগে তিনি সুস্থ হয়ে যান। বুধবার ভোরের দিকে তার পরিবারের সদস্যরা দেখেন যে তিনি বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।