Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ বৈশাখ ১৪২৮, শুক্রবার ০৭ মে ২০২১, ৭:২৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

উত্তর আওয়ামী লীগের কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও নায়ক ফারুক


১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার, ০৯:৫২  এএম

বহুমাত্রিক ডেস্ক


উত্তর আওয়ামী লীগের কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও নায়ক ফারুক

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি পদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে আকবর হোসেন পাঠান ফারুক এমপিকে রাখা হয়েছে।

এ ছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে বেশকিছু নতুন নেতাকেও জায়গা দেওয়া হয়েছে। আগের কমিটির কয়েকজনের পদ উন্নীত হয়েছে। পেয়েছেন প্রমোশন।

এ ছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাবেক কয়েকজন নেতাও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কমিটিতে জায়গা পেয়েছেন।

সহসভাপতি পদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ কমিটিতে চারজন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যেম এই শাখার সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিকে নির্বাচিত করা হয়। সম্মেলনের প্রায় এক বছর পর বুধবার রাতে ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

রাজনীতি -এর সর্বশেষ