Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

প্রধান ঈদ জামাতে বৃষ্টি বাধা হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২৫ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

প্রধান ঈদ জামাতে বৃষ্টি বাধা হবে না

ঢাকা : রোববার চাঁদ দেখা গেলে আর মাত্র কয়েক ঘণ্টা পরই সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের দিন সকালে ধনী-দরিদ্র সব শ্রেণির মুসলমান ঈদগাহে গিয়ে ঈদুল ফিতরের জামাতে শরিক হবেন।

দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল ৮টায়। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে সার্বিক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। জাতীয় ঈদগাহে ৮ হাজার নারীসহ প্রায় ১ লাখ মুসল্লির এক সঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ প্রস্তুতি পরিদর্শনে এসে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মো. বিলাল বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ঈদুল আজহায় প্রবল বর্ষণেও ঈদ জামাতে বাধা হয়নি। এবারও প্রবল বর্ষণ হলেও ঈদ জামাতে কোনো অসুবিধা হবে না। তবে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে সে ক্ষেত্রে জাতীয় ঈদগাহর জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

অন্যান্য বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য, বিচারপতিসহ সর্বসাধারণ নামাজ আদায় করবেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer