Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

মুক্তি পেলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২, ১ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মুক্তি পেলেন বুলবুল

রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) বরখাস্ত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেল পৌনে ৪টায় বুলবুলকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

রাজশাহীর সিনিয়র জেল সুপারিনট্যানডেন্ট শফিকুল ইসলাম জানান, সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের দুটি মামলার জামিনের আদেশ গত বৃহস্পতিবার বিকেলে কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়। ওই দিন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে একটি চিঠি আসে। তাতে বুলবুলের জামিনের আদেশের বিরুদ্ধে একটি মিস কেস করা হয়েছে উল্লেখ করে তাকে কারাগার থেকে মুক্তি না দেয়ার কথা বলা হয়।

তিনি জানান, বুধবার ওই মিসকেসের শুনানিতে বুলবুলের পক্ষে রায় হয়। ফলে তাকে মুক্তি দিতে আর কোনো বাধা না ছিলো না। তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে। 

 

কারাফটকে বিএনপি নেতাকর্মীরা এ সময় তাকে স্বাগত জানান।

বহুমাত্রিক.কম