Bahumatrik Logo
 
১ ভাদ্র ১৪২৪, বুধবার ১৬ আগস্ট ২০১৭, ৭:০৯ অপরাহ্ণ
Globe-Uro

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মানববন্ধন


৩০ মে ২০১৬ সোমবার, ০৯:৫০  পিএম

ঠাকুরগাঁও প্রতিনিধি

বহুমাত্রিক.কম


ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির মানববন্ধন
ছবি-বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতির লিমিটেডের নির্বাচন যথা সময়ে না দেওয়ার প্রতিবাদে ও ঠাকুরগাঁও এবং রংপুর বিভাগীয় সমবায় কর্মকর্তাদেরর শোষণের কবল থেকে কেন্দ্রীয় সমবায় সমিতির অন্তর্ভুক্ত প্রাথমিক সমিতি সমূহকে রক্ষার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় লিমিটেডের আয়োজনে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আঃ খালেক সদস্য ভবদাহ ইক্ষু সমবায় সমিতি, মোঃইউনুস আলী সদস্য রহিমানপুর সমবায় সমিতি, মোঃ মোজাম্মেল হোসেন সদস্য, মোঃ শামসুল আলম শাহ সহ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন এতে সভাপতিত্ব করেন সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী সভাপতি রক্ষা কমিটি কেন্দ্রীয় আখচাষি সমবায় সমিতি লিঃ।

বক্তারা বলেন অতি দ্রুত সমবায় সমিতির নির্বাচন দিতে হবে ও কর্মকর্তাগনের শোষণ নির্যাতন বন্ধ না করলে আরোও কঠোর কর্মসূচি দেওয়া। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Pushpadum Resort
Intlestore

কৃষি -এর সর্বশেষ

Hairtrade