
ঢাকা: দাড়ি আছে, গোঁফ আছে৷ কিন্তু, তাই দেখে কেউ তাঁকে পুরুষ ভাবলে ভুল করবেন৷ কারণ আসলে তিনি একজন মহিলা। অবশ্য, রিল লাইফের মতো এ সাজানো দাড়ি, গোঁফ নয়৷ রিয়েল লাইফেই তাঁর মুখে এর উজ্জ্বল উপস্থিতি।
ব্রিটেনের বার্কসায়ারের স্লাঘের বাসিন্দা হারনাম কাউর৷ শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মুখে গজিয়েছে এই দাড়ি গোঁফ৷ সে যখন কিশোরী সেই সময়ই মুখ থেকে দাড়ি গোঁফ নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল হারনাম৷ কিন্তু, পরে ধর্মীয় কারণে তা আর কাটা হয়ে ওঠেনি তাঁর৷ তবে, এই পুরুষালি রূপ নিয়ে একটুও লজ্জিত নন তিনি৷ বরং সাজতে ভালোবাসেন হারনাম৷ এই রূপ নিয়েই সমাজের বিপরীত স্রোতে গা ভাসিয়েছেন ২৪ বছরের এই তরুণী৷
পলিসিস্টিক ওভারির কারণেই তাঁর শরীরে দাড়ি-গোঁফের উপস্থিতি লক্ষ্য করা যায়৷ সামাজিক অনুষ্ঠানে দাড়ি গোঁফ নিয়ে অনেক হেনস্থার শিকারও হতে হয়েছে হারনামকে৷ কেউ তাঁকে অসুস্থ বলে মার্জনা করে নি৷ ফলে ক্রমশই আঁধার নেমে আসে হারনামের জীবনে৷ নিজেকে সমাজের থেকে আড়াল করতে শুরু করে সে৷ হতাশা গ্রাস করে তাঁকে৷
হতাশা এক সময় এমন জায়গায় পৌঁছয় যে নিজেকে শেষ করার কথাও ভাবে হারনাম৷ কিন্তু অন্ধকার ঘরে বসেই নিজেকে সামলান এই তরুণী৷ শরীরকে ভালোবাসতে শুরু করেন৷ হতাশা কাটিয়ে সমাজে নিজের অধিকার আদায় করে নিতে বেরিয়ে পড়েন তিনি৷ বেড়ে যায় আত্মবিশ্বাস৷ এরপর, নিজেকে আর ঘরে আটকে রাখেননি হারনাম৷ এখন তিনি সমাজের চোখে একজন দৃষ্টান্ত।