Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৯ শিশু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ২ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, নিহত ৯ শিশু

ফাইল ছবি

আফগানিস্তানে আবারও ঘটল ল্যান্ডমাইন বিস্ফোরণ। এ ঘটনায় ৯ শিশু নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।এক প্রাদেশিক কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে আফগানিস্তানের বিভিন্ন স্থানে এখনো ল্যান্ডমাইন রয়ে গেছে।

ঝুঁকিপূর্ণ এসব ল্যান্ডমাইনে বেসামরিকদের হতাহতের শঙ্কা বেড়ে চলছে। তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার বলেন, স্থানীয় সময় রোববার গজনি প্রদেশের গেরু জেলায় একদল ছেলে-মেয়ে খেলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়।

ওই এলাকায় একটি অবিস্ফোরিত মাইন ছিল। ছোট শিশুরা সেখানে খেলার সময় মাইনটি বিধ্বস্ত হয়। ডন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer