Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

রাশিয়ান ভূখণ্ডে রাতভর হামলা

প্রকাশিত: ১৩:০১, ২৩ মে ২০২৩

প্রিন্ট:

রাশিয়ান ভূখণ্ডে রাতভর হামলা

ছবি- সংগৃহীত

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চল রাতভর ড্রোন হামলার শিকার হয়েছে। অঞ্চলটির গভর্নর এ তথ্য জানিয়েছে। আজ মঙ্গলবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সোমবার ও মঙ্গলবার সকাল নাগাদ সিরিজ টেলিগ্রাম পোস্টে বেলগোরদের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, গ্রেভরন শহরে দুইটি বাড়িতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেছেন, ড্রোন হামলার পর বাড়িতে আগুন লেগে যায়। এ ছাড়া বরিসোভকা গ্রামে পৃথক দুই হামলায় ড্রোন থেকে প্রশাসনিক ভবন ও একটি বাড়িতে বিস্ফোরক বস্তু পড়েছে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান এ গভর্নর। এ ছাড়া এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer