Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

২৫ মিনিটে মেট্রোরেলে চড়ে মতিঝিলে প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬, ৪ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

২৫ মিনিটে মেট্রোরেলে চড়ে মতিঝিলে প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল উদ্বোধনের পর ২৫ মিনিটে মতিঝিল স্টেশনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবারদুপুর ২টা ৪১ মিনিটে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রীকে বহনকরা ১০ নম্বর কোচ। বিকেল ৩টা ৬ মিনিটে ট্রেনটি প্রধানমন্ত্রীসহ তার সফরসঙ্গীদের নিয়ে মতিঝিল স্টেশনে পৌঁছায়।

এর আগে বেলা আড়াইটার পর আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সবুজ পতাকা উড়িয়ে তিনি উদ্বোধন ঘোষণা করেন। এর আগে তিনি আগারগাঁও স্টেশনে স্বয়ংক্রিয় টিকিট মেশিন থেকে মেট্রোরেলের টিকিট কাটেন।

এরপরই মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের কাজের উদ্বোধনের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন।
 
এদিকে প্রধানমন্ত্রীকে বহনকরা ট্রেনটি নির্ধারিত গতিতে চলেনি। একটু গতি কমিয়ে ট্রেনটি চলেছে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। এ জন্য সময় লেগেছে ২৫ মিনিট।

শনিবার আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হলেও এর বাণিজ্যিক চলাচল শুরু হবে রোববার থেকে। 
 
এদিকে বিকেল ৪টায় মতিঝিলের আরামবাগ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনা যোগ দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables