Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘সেপ্টেম্বর থেকে জরায়ুমুখ ক্যানসারের টিকা দেয়া শুরু হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

‘সেপ্টেম্বর থেকে জরায়ুমুখ ক্যানসারের টিকা দেয়া শুরু হবে’

ফাইল ছবি

চলতি বছরের সেপ্টেম্বর থেকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে নারীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালযয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে নারীদের জরায়ুমুখ ক্যানসার বাড়ছে। তাই স্ক্রিনিং (পরীক্ষা) বাড়ানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের দেশের নারীদের হিউম‌্যান প‌্যাপিলোমা ভাইরাসের টিকা দেয়ার কথা ভাবছি। এটি সরকারি কার্যক্রম। নিয়মিত যে টিকা দেয়া হয়, সেভাবে এটা দেয়া হবে। ১০ থেকে ১৫ বছর বয়সিদের দিলে সেটি কার্যকর হবে। এটি খুবই দামি টিকা। কিন্তু বিনামূল্যে দেয়া হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘কিশোরীদের একটি ডোজ দেয়া হবে। এই টিকা একবার নিলে তারা আজীবন এই রোগ থেকে মুক্ত থাকতে পারবেন। তবে বেশি বয়স হলে এই ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়। এ ছাড়া স্তন ক্যানসারেও অনেকে আক্রান্ত হচ্ছেন। সেটি যাতে দ্রুত শনাক্ত করা যায়, সে জন্য ম্যামোগ্রাফি যন্ত্র, যেটা আমাদের দেশে খুব কম আছে; সেটা সরবরাহের পদক্ষেপ নেয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটা জেলাগুলোতে সরবরাহের কথা ভাবছি। পর্যায়ক্রমে উপজেলাগুলোতেও তা পৌঁছে দেয়া হবে।’

দেশের নারীরা রক্ত শূন্যতায় ভোগে, এটি নিয়ে কর্মসূচি রয়েছে। খাদ্য নিরাপত্তার মাধ্যমে এটি কমে যাচ্ছে, জানান মন্ত্রী।

ডলার সংকটের কারণে এলসি (ঋণপত্র) বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে গেছে- জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালগুলোতে এ ধরনের সমস্যার কথা শুনিনি। আমাদের স্টক (মজুত) আছে, এবং প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছি। সরকার খুবই আন্তরিক। স্বাস্থ্যসেবার কোনো কিছু প্রয়োজন হলে সেটি অন্য কিছু বন্ধ রেখেও হলে পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন কোনো সমস্যা হবে না।’

তবে সরকারি হাসাপাতালে এখন পর্যন্ত কোনো কিছুর ঘাটতি নেই জানিয়ে মন্ত্রী বলেন, আবেদন সাপেক্ষে সরকারি চার ব্যাংক থেকে এলসি খোলা যাবে, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer