Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৬ ১৪৩২, শনিবার ১০ মে ২০২৫

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ নির্বাচন কমিশনের সার্ভার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৪, ১৬ আগস্ট ২০২৩

প্রিন্ট:

সাইবার হামলার আশঙ্কায় বন্ধ নির্বাচন কমিশনের সার্ভার

ফাইল ছবি

বাংলাদেশে মঙ্গলবার সাইবার হামলা চালানোর হুমকি দিয়েছিল ‘হ্যাকিভিস্ট’ নামের একটি সাইবার গ্রুপ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কোনো হামলার তথ্য মেলেনি বলে জানিয়েছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। তবে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, সাইবার হামলার আশঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ রেখেছে নির্বাচন কমিশন।জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবাসংক্রান্ত ওয়েবসাইটও সোমবার বিকেল থেকে বন্ধ রাখা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্যভাণ্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছেসেখানে কেউ প্রবেশ করতে পারবে না।

ইসি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার আক্রান্তের আশঙ্কা করে আসছিল ইসি। ওই আশঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে সার্ট গঠন করেছে। সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer