
ছবি- সংগৃহীত
বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণায় তা জানিয়ে দিয়েছে বিসিবি। সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলতে বুধবার বিকেল ৪টায় ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল।
এদিকে তামিম বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকায় নানা মহল থেকে সমালোচনা শুরু হয়। দেশ সেরা এই ওপেনারের ভক্তরা বিষয়টি মেনে নিতে পারছেন না। আজ বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর এক ভিডিও বার্তায় সবকিছু পরিষ্কার করবেন জানিয়েছিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। বাংলাদেশ দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর নিজের ফেসবুক পেজে সেই বার্তা দিয়েছেন।
গুঞ্জন উঠেছিল, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না। এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে এমন কথা ভিডিও বার্তায় উড়িয়ে দিয়েছেন তামিম।
তিনি বলেছেন, ‘আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকেই বলিনাই ৫টি ম্যাচের বেশি খেলতে পারবো না। এই কথাটা কালকে নান্নু (মিনহাজুল আবেদীন) ভাইও স্পষ্ট করেছে। এই একটা মিথ্যা কথা। আমি জানি না, এটা মিডিয়াতে কীভাবে ছড়িয়েছে, বা কে ছড়িয়েছে।’