Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

বেনাপোল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২১, ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

বেনাপোল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ফাইল ছবি

বেনাপোলের নতুন টার্মিনাল এলাকা থেকে অর্ধগলিত একটি লাশ(৪৫)উদ্ধার করা হয়েছে, যার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি

 বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের পৌর গেইট সংলগ্ন কাগজপুকুর নতুন বাস টার্মিনাল এলাকায় একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া। 

ওসি বলেন,বাস টার্মিনাল সংলগ্ন 'ফুড পোর্ট ক্যাফের' পাশে কালভাটের পানিতে একটি লাশ ভাসছে' স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। 

ধারনা করা হচ্ছে কয়েক দিন আগে অন্য কোন জায়গা থেকে তাকে হত্যা করে কালভার্টের নিচে ফেলে রেখে যায় সন্ত্রাশীরা।গতরাত থেকে ভারী বৃষ্টি হওয়ায় লাশটি ভেসে উঠেছে।লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশ কিম্বা স্থানীয়রা অজ্ঞাত ওই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। বেনাপোল পৌর বাস টার্মিনালটি এখনও চালু না হওয়ায় ওই এলাকাটি সন্ত্রাশী ও মাদকসেবিদের অভয়ারণ্য বলে স্থানীয়দের অভিযোগ। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer