Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

হরতাল-অবরোধের ইঙ্গিত দিলেন গয়েশ্বর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

হরতাল-অবরোধের ইঙ্গিত দিলেন গয়েশ্বর

ছবি- সংগৃহীত

গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে শেখ হাসিনার টনক নড়েনি উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, হরতাল-অবরোধের কর্মসূচি এলে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হবে। আর সেজন্য তার দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার প্রায় ৯ ঘন্টা পর তীব্র যানজট ও কয়েক দফার ঝুম বৃষ্টি উপেক্ষা করে বিএনপির রোডমার্চের গাড়িবহর সিলেটে পৌঁছার পর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে এক সভায় একথা বলেন তিনি

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনাকে দেশের মানুষ আর এক মিনিটের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশে মানবাধিকার, ভোটাধিকার নেই বলে সারাবিশ্ব আজ ক্ষেপে গেছে।’তিনি বলেন, বিদেশিরা বলে না বিএনপিকে বা আওয়ামী লীগকে তারা ক্ষমতায় আনবে। তারা বলে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচনের কথা। দলনিরপেক্ষ নির্বাচন দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে

এদিকে একই সভায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। বিদেশিরাও এখন আর শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না।
তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer