Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, রোববার ০১ অক্টোবর ২০২৩

তত্ত্বাবধায়ক সরকার না হলে কোনো নির্বাচন হবে না: ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৯ জুন ২০২৩

প্রিন্ট:

তত্ত্বাবধায়ক সরকার না হলে কোনো নির্বাচন হবে না: ফখরুল

ছবি- সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে। ২০১৪ ও ১৮ সালে জনগণ ভোট দিতে পারেনি। সামনের নির্বাচন নিয়েও নির্বাচন নির্বাচন খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের আগে বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রমিক-কর্মচারী সমাবেশ ও মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

ফখরুল বলেন, আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন। এর জন্য প্রয়োজন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। নিরপেক্ষ সরকারের দাবিতে আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না হলে কোনো নির্বাচন এই দেশে হবে না। সরকারকে পদত্যাগ করতে হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer