Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

শেখ হাসিনাকে হত্যার হুমকি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ২৭ মে ২০২৩

প্রিন্ট:

শেখ হাসিনাকে হত্যার হুমকি: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্বাধীন বাংলা  বেতার কেন্দ্রের শিল্পীরা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও  রক্তের যোগ্য উত্তরসূরি, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে প্রাণনাশের হুমকি দেওয়া মানে স্বাধীনতাকে হুমকির সামিল। কারণ শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। বিএনপি-জামায়াতের কোনো অপশক্তি শেখ হাসিনার ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্রকে রুখে দিতে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ বঙ্গবন্ধুর সৈনিকরা সবসময় প্রস্তুত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ২৭ মে ( শনিবার)  সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত  মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে বক্তরা এ সব কথা বলেন। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী রফিকুল আলম  এর সভাপতিতত্বে  সমাবেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, একুশে পদকপ্রাপ্ত ডা. অরূপ রতন চৌধুরী।  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী, একুশে পদকপ্রাপ্ত ড. মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের  নেতা রোকন উদ্দিন পাঠান  
,লোপা হোসাইন প্রমুখ। 

বক্তারা বলেন, বিএনপি কোন রাজনৈতিক দলই নয়, এই দলটি হত্যা ও অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ২১ বার চেষ্টা করেছে।  রাজশাহীর বিএনপি নেতা চাঁদের বক্তব্য বিএনপির   হত্যা ও খুনের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer