Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ :আইনমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪, ৩০ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

ভাগ্য নির্ধারণ করবে দেশের জনগণ :আইনমন্ত্রী

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য নয়, ভাগ্য দেশের জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের কসবা তফজ্জল আলী কলেজ মাঠে তিনি বলেন, আমরা জাতির পিতার আদর্শের সৈনিক, আমরা স্বাধীন নাগরিক, আমাদের ভবিষ্যৎ আমরাই করব, বিদেশিরা নয়।সম্প্রতি বিএনপির এক নেতার ভাষ্য, বাংলাদেশের নির্বাচন কিংবা ভাগ্য আমরা মিটাতে পারবো না। ভাগ্য মিটাতে হলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রয়োজন লাগবে। তাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নয়, বাংলাদেশের ভাগ্য শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের জনগণ নির্ধারণ করবে। আমরা জাতির পিতার আদর্শের সৈনিক, আমরা স্বাধীন নাগরিক, আমাদের ভবিষ্যৎ আমরাই করবো, বিদেশিরা নয়।

আনিসুল হক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রে কেবল বিদেশিরাই নয়, এ দেশের এক শ্রেণির লোকও জড়িত। তাদের কাজ হলো বিদেশিদের কান ভারী করা। ওরা বলে বাংলাদেশের মানুষ কষ্টে আছে। এটি সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা কথা।

তিনি আরো বলেন, ‘আমরা স্বীকার করছি দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতির কারণে মানুষের কিছুটা সমস্যা হচ্ছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর শিকার আমরাও। তবে এবার আমাদের বাম্পার ফলন হয়েছে। আমাদের সংকট হবে না।

এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভূঁইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম।


ওই সময় উপস্থিত ছিলেন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, মো. রুহুল আমিন ভূঁইয়া, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিনসহ অনেকে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer