ছবি: বহুমাত্রিক.কম
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে রোববার এফএমপিই সেমিনার কক্ষে কনজারভেশন এগ্রিকালচার বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। \
এএসএমআইএইচ-বিডি (বারি পার্ট) শীর্ষক প্রকল্পের অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় বারি, ব্রি, বিডব্লিউএমআরআই, বিএআরসি’র সিনিয়র বিজ্ঞানীবৃন্দ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ অংশগ্রহণ করেন। পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. তারিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন।
কর্মশালায় কিনোট পেপার উপস্থাপন করেন প্রাক্তন মহাপরিচালক (বারি) এবং সাবেক নির্বাহী চেয়ারম্যান (বিএআরসি) এম হারুন-উর-রশীদ, বারি’র সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. আইয়ুব হোসেন, ক্রপিং সিস্টেম এগ্রোনমিস্ট সিমিট বাংলাদেশের ড. মহেশ কুমার গাঠালা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. জহির উদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মশিউর রহমান, বারি’র এফএমপিই বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারি’র এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল আমিন।