Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৯ ১৪৩২, শনিবার ২৪ মে ২০২৫

জারুলের দিন

মো. নিয়াজুর রহমান

প্রকাশিত: ১১:৩৪, ৩ মে ২০১৫

আপডেট: ২০:২০, ৩ মে ২০১৫

প্রিন্ট:

জারুলের দিন

ছবি-লেখক

চট্টগ্রাম: বর্ষার শুরুতে রাস্তার পাশে, ঝোঁপের ঝারে প্রধানত বেগুনী রঙের যে ফুলটি সৌন্দর্য ছড়া তার নাম জারুল ৷

এই সময়টাতে লম্বা কোন যাত্রায় বেরুলে জারুল ফুল আপনাকে মুগ্ধ করবে ৷

জারুল, ফুরুস-ক্রেপ, চেরি-এদের পরিচয় এবং শনাক্তকরণ নিয়ে বৃক্ষপ্রেমীদের মাঝে নানা বিতর্ক বাধে ৷ যারা বৃক্ষ বিশারদ আছেন তারা তাদের জ্ঞানের বয়ান দিতে দিতে পাঠকের ধৈর্য্যচ্যুতি ঘটান ৷ কিন্তু কী করে সহজ উপায়ে সাধারণ মানুষ একটি গাছকে চিনতে পারেন বা এক গাছ-ফুলকে অন্য গাছ-ফুল থেকে আলাদা করতে পারেন সে কৌশলটি বুঝিয়ে দেননা ৷ ফলে আগ্রহী পাঠক অজ্ঞই থেকে যান ৷

Jarul_flowerএকই পরিবার ভূক্ত জারুল, ফুরুস, চেরি সহজে চিনতে পারবেন ফুলে নয়, পাতা ও বৃক্ষের আকার দেখে ৷ সবচেয়ে সহজ পাতা দেখে ৷ জারুলের পাতা বেশ বড় আকারেরে, কিছুটা কদম কিংবা আতার পাতার মতো, গাছ ও ফুল বড় ৷ ফুরুস বা ক্রেপ এর পাতা মাঝারি অনেকটা বাউকুল আকৃতির।

Jarul_flowerগাছ ও ফুল মাঝারি সাইজের। চেরির পাতা অনেকটা আপেল কুল বা বরই পাতার মতো ছোট ছোট ৷ ফুল ও গাছও ছোটাকৃতির ৷

জারুলের বোটানিক্যান নাম Lagerstroemia speciosa. এটি একাধারে বৃক্ষ, বনজ ও অর্নামেন্টাল প্লান্ট ৷

বাংলা কথাসাহিত্য কিংবা কবিতায় জারুলের সরব উপস্থিতি। আর থাকবেই না কেন? শ্যামল বাংলার নয়নাভিরাম প্রকৃতি কী জারুল ছাড়া পূর্ণতা পায়?

লেখক: নিসর্গপ্রেমী

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer