Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৮ ১৪৩২, শুক্রবার ২৩ মে ২০২৫

ছুটির দিনে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২৩ মে ২০২৫

প্রিন্ট:

ছুটির দিনে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ফাইল ছবি

বিশ্বে বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় বেশির ভাগ সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দূষণের শীর্ষে উঠে এসেছে ঢাকা নাম। 

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে

১৬১ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে থাকা ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানে লাহোর। আজ এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’। তৃতীয় অবস্থানে উঠে এসেছে চিলির সান্তিয়াগো।

এই শহরটির স্কোর হচ্ছে ১৪৪, অর্থাৎ সেখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। তালিকায় ১৩৯ স্কোরে চতুর্থ অবস্থানে উঠে এসেছে দুবাই শহর। এই শহরটির বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৩৭ স্কোরে আজ এই শহরটির বায়ু সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer