Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

আহমদ শফীর জানাজা সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

আহমদ শফীর জানাজা সম্পন্ন

ছবি- সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। এতে ইমামতি করেছেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি। শনিবার দুপুর দুইটায় হাটহাজারীতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। 

মাদ্রাসার ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় মরদেহ বহনকারী কফিন মাদ্রাসা মাঠ থেকে স্থানীয় ডাকবাংলোতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই পরিচালিত হয় নামাজে জানাজা। এর আগে শনিবার সকাল ১০টায় তার মরদেহবাহী গাড়িটি মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। 

আল্লামা শফীর মৃত্যুর খবরে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো অনুসারী। পুরো হাটহাজারীর সব প্রবেশ পথে সব ধরণের যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় প্রশাসন। জানাজা শেষে হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে আহমদ শফীকে দাফন করা হবে।

যে কোনো পরিস্থিতি এড়াতে পুরো এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের। হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি সদস্য।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables