Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৬ ১৪৩২, বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ২৫ আগস্ট ২০১৯

প্রিন্ট:

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক

ছবি: পিআইডি

ঢাকা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক বৈঠক আজ সন্ধ্যায় নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের চেয়ারপারসন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসাইন, স্থপতি রবিউল হোসাইন ও মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

Walton
Walton