
ছবি-বহুমাত্রিক.কম
বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বরিশাল বিভাগীয় বেবীহোমে আশ্রিত অনাথ, অসহায় ও দু:স্থ শিশুদের সাথে ইফতার করেছেন বরিশাল সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ।
শুক্রবার বেবীহোম হলরুমে আশিক আবদুল্লাহ’র তরফে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় বিশিষ্টজনরাও উপস্থিত ছিলেন।
ইফতারে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আ. রইচ সেরনিয়াবাত, আ. ছাত্তার মোল্লা, বেবীহোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, উপজেলা যুবলীগ নেতা ইলিয়াস সরদার, মারুফ সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, কলেজ সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা, ছাত্রলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, পলাশ খান, রথীন মন্ডল, আরিফ হোসেন, দেলোয়ার, সোহাগ হোসেন অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৈলা স্কুল মসজিদের ইমাম হাফেজ মো. শওকত হোসেন। বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে বেগম শাহান আরা আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য-১ পদে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ নির্বাচিত হওয়ায় একই দিনে উপজেলার বিভিন্ন মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনাও করা হয়।
বহুমাত্রিক.কম