
ফাইল ছবি
পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানের সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের এই কর্মকর্তা সাময়িক বরখাস্তের পর পুলিশ সদরদপ্তরে ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে সাময়িক বরখাস্ত ও পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত পুলিশ সুপার হাবিবুর রহমানকে প্রশাসনিক ট্রাইব্যুনালের মামলা নম্বর-৫০/২০২১, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের মিস আপিল মামলা নম্বর- ১৯/২০১১, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলা নম্বর-১৪৬৫/২০২২ এর আদেশ, আইন ও বিচার বিভাগের সিদ্ধান্ত এবং পুলিশ অধিদপ্তরের ২২ এপ্রিলের পত্রের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করলো। সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০১৫ সালে হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়।