Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৭ ১৪৩২, বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬

শার্শার ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

কাজী রাকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৪, ১ অক্টোবর ২০২৩

প্রিন্ট:

শার্শার ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

ছবি: সংগৃহীত

যশোর : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা বারোটা থেকে বেলা একটা পর্যন্ত স্থানীয় বাজারে শাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাইফুল ইসলাম সুমন (৩৫), কর্তৃক ৫ম শ্রেণিতে অধ্যয়নরত কোমলমতি ছাত্রীদের জোর পূর্বক যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে তার শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম অভিযুক্ত সুমনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও অভিযুক্তের ভাই একই স্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে অন্যত্র বদলীর আশ্বাসে এবং পরবর্তীতে গোড়পাড়া ক্যাম্পের পুলিশ কর্তৃক অভিযুক্ত সুমনকে আটক করলে বিক্ষোভকারীরা তাদের মানববন্ধন তুলে নেন।

Walton
Walton