Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

লালবাগের আগুনে অসুস্থ ৬ জন বার্ন ইনস্টিটিউটে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

লালবাগের আগুনে অসুস্থ ৬ জন বার্ন ইনস্টিটিউটে

ফাইল ছবি

রাজধানীর লালবাগে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারের নারী-শিশুসহ ছয় জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোমবার বেলা দেড়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এতে বাড়িটির তৃতীয় তলায় আটকে পড়ে পরিবারটি। প্রতিবেশীদের সহযোগিতায় তাদের উদ্ধারের পর হাসপাতালে নিয়ে আসা হয়।

অসুস্থদের মধ্যে রয়েছেন ‘ডজ কোম্পানি’ নামের প্লাস্টিক কারখানাটির মালিক জাকির হোসেন (৬৫), তার স্ত্রী তসলিমা হোসেন (৬২), তাদের ছেলে মো. রাফি (৩৯), ছেলের স্ত্রী তাহসিন কারিম আনিকা (৩০), রাফির বড় বোনের মেয়ে জায়না হোসেন আফরিন (১৩) এবং তাদের বাসার গৃহকর্মী মাকসুদা বেগম (৬০)।

ভুক্তভোগীরা জানান, লালবাগ কেল্লার পেছনে আতশখানা লেন রহমতউল্লাহ স্কুলের পাশে নিজেদের বাড়ির তৃতীয় তলায় থাকেন তারা। নিচ তলায় তাদের কারখানা। দুপুরে আগুন লাগার সময় তারা বাসাতেই ছিলেন। আগুন ছড়াতে থাকলে তারা আটকে পড়েন। এ সময় প্রচণ্ড ধোঁয়ায় তাদের শ্বাসকষ্ট শুরু হয়। এক পর্যায়ে ছাদে গিয়ে আশ্রয় নেন তারা। তখন প্রতিবেশীরা মই দিয়ে তাদেরকে পাশের ভবনে নেন এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তাদের কেউ দগ্ধ হননি। সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া যাবতীয় চিকিৎসা চলছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer