Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ৩ জুন ২০২৩

প্রিন্ট:

৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ

ফাইল ছবি

পিরোজপুর ১ ও ২, কুমিল্লা ১, ২, ৬, ফরিদপুরসহ দেশের কয়েকটি জেলার মোট ১০-১২টা আসনের সীমানা আংশিক পরিবর্তন এনে ৩০০ সংসদীয় আসনের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকালে ৩০০ আসনের এ পুনর্নির্ধারণের এ তালিকাটি সাংবাদিকদের হাতে এসেছে। তবে এখানে কটি আসনের সীমানায় পরিবর্তন আসছে তা স্পষ্ট করে বলা নেই। তবে ইসি প্রদত্ত তালিকা অনুযায়ী কুমিল্লা ১ ও ২, পিরোজপুর ১ ও ২, নোয়াখালী ১ ও ২ এবং ফরিদপুর ২ ও ৪ আসনের সীমানার কিছু পরিবর্তন আনা হয়েছে বলে ২০১৮ এর সংসদীয় আসনের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা গেছে।

আসন পুনর্বিন্যাসের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সারা দেশে মোট সর্বোচ্চ ১১ আসনের পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে আছে কুমিল্লায় ২-৩টি, পিরোজপুরের ২টি, নোয়াখালী ২-৩টি এবং ফরিদপুরে ৩টি। মোট ১১টির মতো আসনে পরিবর্তন এসেছে, তবে না দেখে বলা সম্ভব নয় বলে জানান তিনি।

যে ১০টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর-১ , পিরোজপুর-২, কুমিল্লা-১, কুমিল্লা-২, ফরিদপুর-২, ফরিদপুর-৪, গাজীপুর-২ ও গাজীপুর-৫ ও নোয়াখালী-১ ও নোয়াখালী-২ আসন। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন। পিরোজপুর-১ আসনটি এখন পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত। নতুন সীমানায় এই আসনটিতে থাকছে পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা। এখন পিরোপুর-২ আসনটি কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। নতুন সীমানা অনুযায়ী এই আসনটিতে থাকছে কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা। কুমিল্লা-১ আসনটি এখন আছে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে। নতুন সীমানায় এই আসনটি হবে দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে। আর কুমিল্লা-২ আসনটি এখন আছে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে, নতুন সীমানায় সেটা হবে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে। ফরিদপুর-২ আসনটি এখন নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। নতুন সীমানায় এই আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেয়া হয়েছে। সেটা যুক্ত করা হয়েছে ফরিদপুর-৪ আসনের সঙ্গে। বর্তমান সীমানায় ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা ও চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলা নিয়ে গঠিত। নতুন সীমানায় এই আসনটি হবে ভাঙ্গা, চরভদ্রাসন, কৃষ্ণপুর ইউনিয়নসহ সদরপুর উপজেলা নিয়ে।

নোয়াখালী-১ ও ২ আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী-১ থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এখন নোয়াখালী-১ আসনটি চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে গঠিত। সীমানা পুনর্নির্ধারণের কারণে সেটি হবে চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বর নগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে। আর এখন নোয়াখালী-২ আসনটি সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর নিয়ে গঠিত।

নতুন সীমানায় এটি হবে সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে। গাজীপুর-৫ আসন থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কেটে যুক্ত করা হয়েছে গাজীপুর–২ আসনে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer