Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

গুরুতর অসুস্থ মিকা সিং

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৭, ২৪ আগস্ট ২০২৩

প্রিন্ট:

গুরুতর অসুস্থ মিকা সিং

ফাইল ছবি

হঠাৎ করে ক্যালিফোর্নিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক, সুরকার এবং গীতিকার মিকা সিং। তার শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে সব ওয়ার্ল্ড ট্যুর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজের গলা নিয়ে সব সময়ই সচেতন থাকেন কন্ঠশিল্পী। কিন্তু তারপরও গলার সংক্রমণ নিয়ে ভুগছেন মিকা। এ বিষয়ে মিকা বলেন, গত ২৪ বছরে কখনও এমন হয়নি। এবার হঠাৎই গলার সংক্রমণের সমস্যায় ভুগছি।

মিকার গলার এ সংক্রমণ শুধু যে তাকে শারীরিকভাবে ভোগাচ্ছে তা কিন্তু নয়, আর্থিকভাবেও ভোগোচ্ছে মিকাকে। এই মুহূর্তে বিদেশের মাটিতে শো করছিলেন তিনি। গলার অবস্থা হঠাৎ খারাপ হওয়ায় শো বাতিল করেছেন। আয়োজকদের টাকা ফেরত দিয়েছেন। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, আর্থিক ক্ষতির বিষয়ে মিকা বলেন, লাইভ শোতে গানের সিডি চালিয়ে ঠোঁট মিলাতে পারতাম। দর্শক বিষয়টি বুঝতই না। কিন্তু তা আমি করতে চাইনি। এ কারণেই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আমাকে।

হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে নিজ দেশ ভারতে ফেরারও অনুমতি পাচ্ছেন না এ গায়ক। কর্তব্যরত চিকিৎসকরা বেশ কিছুদিন বিশ্রামে থেকে সুস্থ হওয়ার পরই নিজ দেশে যাওয়ার অনুমতি দেবেন এ কন্ঠশিল্পীকে।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer