Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

বিটিভিতে শুরু হচ্ছে শিল্পীদের তালিকাভুক্ত করার অডিশন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১৫ আগস্ট ২০২৩

প্রিন্ট:

বিটিভিতে শুরু হচ্ছে শিল্পীদের তালিকাভুক্ত করার অডিশন

ফাইল ছবি

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) শিল্পীদের তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। পল্লীগীতি, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, উচ্চাঙ্গ সংগীত, দলীয় সংগীত, সুরকার ও সংগীত পরিচালক ক্যাটাগরিতে অডিশন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

বিটিভি সূত্রে এমনটাই জানা গেছে।

শুধুমাত্র ঢাকা কেন্দ্রের জন্যই শিল্পীরা আবেদন করতে পারবেন। ২০ আগস্টের মধ্যেই বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে তালিকাভুক্তির আবেদনপত্র সংগ্রহ করে ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজারের কার্যালয়ে জমা দিতে হবে। বিচারকমন্ডলীর তালিকায় থাকবেন স্ব-স্ব ক্ষেত্রে স্বনামধন্য ও গুণী সঙ্গীতজ্ঞরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer