Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

সংগীতশিল্পী ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ২৭ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

সংগীতশিল্পী ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি

ছবি- সংগৃহীত

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। 

বুধবার রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ন্যান্সি যে লিখিত অভিযোগ করেছেন তা এজাহার হিসেবে গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় বাসার গৃহকর্মীদের সন্দেহ করা হচ্ছে। 

ন্যান্সি জানিয়েছেন, গত ১৭ এপ্রিল বাসার ওয়ার্ডরোব পরিষ্কার করতে গিয়ে তিনি দেখেন, সেখানে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক, তার ও মেয়ের গলার সোনার দুটি চেন এবং দুটি কানের দুল নেই। 
উল্লেখ্য, প্রজাপতি সিনেমার জন্য ন্যান্সি এই স্বর্ণপদক পেয়েছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer