Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

রবীন্দ্রসংগীত উৎসব শুরু ২৭ জানুয়ারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২২ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:০৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

রবীন্দ্রসংগীত উৎসব শুরু ২৭ জানুয়ারি

শিল্পকলা একাডেমিতে ২৭ জানুয়ারি রবীন্দ্রসংগীত উৎসব শুরু হবে। তিন দিনব্যাপী এ উৎসব উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

গত শুক্রবার একাডেমিতে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে এ উৎসবে কলিম শরাফী স্মৃতি পুরস্কারের জন্য রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীসহ সারাদেশ থেকে ১১০ জন প্রতিযোগী অংশ নেন। কিশোর ও সাধারণ দুই বিভাগে প্রতিযোগিতা হয়। কিশোর বিভাগে দু`জন প্রথম, তিনজন দ্বিতীয় ও চারজন তৃতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সাধারণ বিভাগে একজন প্রথম, দু`জন দ্বিতীয় ও তিনজন তৃতীয় হয়েছেন। সব প্রতিযোগীকে উৎসাহিত করতে অংশগ্রহণ সনদ দেওয়া হয়।

শিল্পকলা একাডেমির চারুকলা মিলনায়তনে ২৭ জানুয়ারি রবীন্দ্রসংগীত উৎসব শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। উৎসবে অংশ নেবেন দেশবরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পীরা। ২৮ জানুয়ারি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন সংস্কৃতিবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer