
ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’খ্যাত গায়ক আকবর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল তিনটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।
কান্নাজড়িত কণ্ঠে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আমার আর কিছু করার নেই। আমাকে ফাঁকি দিয়ে পাখি উড়াল দিয়েছে। আমি তাকে আর ধরে রাখতে পারিনি।’
এর আগে আকবরের ফেসবুকে পোস্ট করেছেন তার মেয়ে অথৈ। লিখেছেন, ‘আব্বু আর নেই।’ আকবরের মৃত্যুর খবরে শোকে ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন আকবর।
গানের এই পাখির হঠাৎ করেই একদিন জীবনে নেমে আসে ছন্দপতন। কিডনির অসুখের পাশাপাশি দেখা দেয় ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী রোগও। গানের জগত থেকে ছুটি নেন।
শরীরে পায়ের অংশে ধরে পচন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনতে বেশ দেরি করে ফেলেছে আকবরের পরিবার। পায়ের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। তাই পাও কেটে ফেলা হয় তার। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে আইসিওতে এতদিন ছিলেন তিনি।
দীর্ঘ ১০ বছর ধরে জীবন মৃত্যুর মাঝপথে লড়াই করে আজ না ফেরার পথে পাড়ি জমালেন কন্ঠশিল্পী আকবর। ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটিকে সত্যি করে দিয়ে নিরবে নিভৃতেই যেন চলে গেলেন তিনি।