Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

লাইফ সাপোর্টে গায়ক আকবর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৯, ৯ নভেম্বর ২০২২

প্রিন্ট:

লাইফ সাপোর্টে গায়ক আকবর

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।  বুধবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। তিন সপ্তাহ আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল।

পা কাটার পর বেড়ে যায় আকবরের কিডনি ও লিভারের সমস্যা। তাকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর।

যশোর শহরে রিকশা চালানো আকবরের জন্ম খুলনার পাইকগাছায়। গান নিয়ে ছোটবেলা থেকে হাতেখড়ি ছিল না। আকবরের ভরাট কণ্ঠের গানের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর।

বাগেরহাটের একজন আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’-কিশোর কুমারের এই গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer