
আগামীকাল শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে সঙ্গীতানুষ্ঠান করার কথা ছিল বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমনের। শেষ মুহূর্তে এসে জাদুঘরে অনুষ্ঠান করার অনুমতি দেননি ডি এম পি। তবে জাতীয় জাদুঘরে আপত্তি জানালেওইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠানের অনুমতি মিলেছে।
অনুমতি দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এ কে এম হাফিজ আক্তার। তিনি জানান, ‘আয়োজকরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। আমাদেরকে ৩ থেকে ৪ ঘণ্টা সময় দিন। এরপর সবাইকে জানিয়ে দেব। আমরা কবীর সুমনের অনুষ্ঠানটি করতে চাই। সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, আগামীকাল শনিবার থেকে তিনদিনের আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছান ওপার বাংলার বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন। ঢাকায় ১৩ বছর পর সুমনের গানের আয়োজন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে তুমুল আগ্রহ।