
প্রখ্যাত সুরকার ও সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মণের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হলো তাঁর জন্মবার্ষিকী। শনিবার সকালে শচীন দেববর্মণের ম্যুরালে এই শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর চর্থায় অবস্থিত বাসভবনের সামনের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শিল্পকলা একাডেমীসহ কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার এম. তানভীর আহম্মেদ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।