Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

কলকাতায় ড. আতিউর রহমানের ‘Towards Golden Bengal’ গ্রন্থের পাঠ উন্মোচন কাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ১১ জুন ২০২৩

প্রিন্ট:

কলকাতায় ড. আতিউর রহমানের ‘Towards Golden Bengal’ গ্রন্থের পাঠ উন্মোচন কাল

ছবি- সংগৃহীত

গ্রামোন্নয়নে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন তাঁর সমকালীন ভারতবর্ষে যেমন পথ দেখিয়েছে তেমনি পরবর্তীকালে এই অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নেও সমান অবদান রেখে চলছে। বলা যায় রবীন্দ্র দর্শনের বিস্তৃত ভিত্তিভূমিতেই রচিত হয়েছে ‘সমন্বিত উন্নয়ন’ দর্শনের ধারণা। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা রূপান্তরে রবীন্দ্রনাথের এই উন্নয়ন দর্শনও দারুণভাবে প্রভাব ফেলেছে।  

স্বাধীন বাংলাদেশের ৫ দশক পেরিয়ে বিষয়টি নিয়ে দীর্ঘ ভাবনা, গবেষণা ও অন্বেষণের ভিত্তিতে বিশদ মূল্যায়ন করেছেন বিশিষ্ট রবীন্দ্র ও বঙ্গবন্ধু গবেষক এবং প্রান্তিক মানুষের অর্থনীতিবিদ হিসেবে খ্যাত বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। এই বিষয়ে ড. রহমানের সাম্প্রতিকতম প্রবন্ধ গ্রন্থ ‘Towards Golden Bengal: Thoughts of Tagore and Bangabandhu on Inclusive Development’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা দ্য জার্নিম্যান।

ভারতের পশ্চিমবঙ্গের পাঠকদের হাতে গ্রন্থটি তুলে দিতে সোমবার বিকেল ৪টায় এক আনুষ্ঠানিক পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে এই পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিষ সুর ও গ্রন্থটির লেখক অধ্যাপক ড. আতিউর রহমান। শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যম সম্পাদকসহ বিশিষ্টজনরা এই অনুষ্ঠানে যোগ দেবেন। 

রবীন্দ্রনাথের সমন্বিত উন্নয়ন ভাবনা ও স্বপ্নের সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধুর অভিযাত্রা-এই দুই ভাগে বিন্যস্ত গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রয়াত শিক্ষাবিদ ও সাহিত্যিক পদ্মভূষণ অধ্যাপক আনিসুজ্জামান-কে। গ্রন্থটি সম্পাদনা করেছেন আহমেদ আহসানুজ্জামান। কলকাতা প্রেস ক্লাব আয়োজিত এই পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন সহযোগি Calcalling Tv।  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer