
ছবি- সংগৃহীত
দুইদিন কারাবাসের পর অবশেষে জামিনে মুক্ত হলেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাশিমপুর মহিলা কারাগার থেকে বাড়ির উদ্দেশে রওনা করেছেন অভিনেত্রী।বেলা ৩.২৮ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে বের হতে দেখা যায় অভিনেত্রী ফারিয়াকে। রোববার ফারিয়াকে গ্রেফতারের পর ২.৩০ মিনিটে এ কারাগারেই ছিলেন তিনি।
জামিনে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমে কোনো কথা বলতে চাননি অভিনেত্রী। এ সময় তাকে বিমর্ষ ও বিধ্বস্ত দেখাচ্ছিল। অভিমানে হাত দিয়ে নিজের মুখ ঢেকে রাখেন অভিনেত্রী।
গত ১৮ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় নুসরাত ফারিয়াকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৯ মে অভিনেত্রীকে আদালতে তোলা হয়। এ সময় ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ ভিত্তিতে অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়।
তবে মঙ্গলবার স্পেশ্যাল পুটআপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি শুরু করেন ফারিয়ার পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান। তার উত্থাপিত যুক্তিতে আদালত সন্তুষ্ট প্রকাশ করলে ৫ হাজার বন্ডে অভিনেত্রীর জামিন হয়।